ধান কাটার মেশিন বাংলাদেশ দাম
আমার আর্টিকেলে আপনাদের সবাইকে স্বাগতম, বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ধান কাটার মেশিন এর দাম ও লাভ সম্পর্কে। বর্তমান সময়ে আমরা যারা জমি-জামা অর্থাৎ ধানের খেত করি তারা কিন্তু ধান কাটানোর সময় অনেক টাকা দিয়ে কাটতে হয়, তাই আপনাদের সাথে আমি আজকে এমন একটি মেশিন নিয়ে আলোচনা করব যেটির মাধ্যমে আপনারা নিজে নিজেই আপনার ক্ষেতের ফসল অর্থাৎ ধান কাটতে পারবেন। তো একটা মেশিন হচ্ছে মিনি ধান কাটার মেশিন, আরেকটা হচ্ছে বড় ধান কাটার মেশিন, তো আমি দুইটা নিয়েই আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব।
অন্য পোস্ট ঘাস কাটার মেশিনের দাম বাংলাদেশ
অটো রিক্সার ব্যাটারি দাম বাংলাদেশ
মিনি ধান কাটার মেশিনের দাম
বন্ধুরা মেনি ধান কাটার মেশিনটি সম্পর্কে আজকে আপনাদেরকে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব, এই মেশিনটি হচ্ছে হোন্ডা কোম্পানির, আরে এই মেশিনটি বাংলাদেশের তৈরি নয় এটি সরাসরি চায়না থেকে আগত, এই মেশিনটির দাম হচ্ছে ১২০০০ টাকা অথবা এখন দাম বাড়তে পারে যেহেতু নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দামও বেড়ে গেছে, এই মেশিনটিতে দুই লিটার তেল ভরার মাধ্যমে আপনি এক বিঘা জমি কাটতে পারবেন।
এই মেশিনের উপকারিতা
যেহেতু বর্তমান সময়ে ধান কাটার চাহিদা অনেক বেশি, সে ক্ষেত্রে আপনি যদি এই ধান কাটার মেশিনটি নিয়ে ব্যবসা করতে চান অথবা নিজের ধান কাটতে চান, তাহলে কিন্তু এই মেশিনটি আপনি কিনতে পারেন, কেননা মাত্র ২০০ টাকা খরচ করেই আপনি এক বিঘা জমির ধান কাটতে পারবেন। তাছাড়া এই মেশিনটি দিয়ে আপনি দশ জন শ্রমিকের কাজ একাই করতে পারবেন, এখন আপনি চাইলে আপনার নিজের ফসল কাটতে পারেন এমনকি অন্যান্য মানুষের ফসল কেটেও এই মেশিনের মাধ্যমে ভালো টাকা ইনকাম করতে পারবেন, সবকিছু বিবেচনা করে যদি দেখেন এই মেশিনটি আপনার জন্য কিনা ভালো হবে তাহলে অবশ্যই এই মেশিনটি কিনতে পারেন।
অন্য পোস্ট পাওয়ার টিলার দাম বাংলাদেশ
হারভেস্টার ধান কাটার মেশিন দাম
এতক্ষণ বলছি মিনি ধান কাটার মেশিন এর দাম সম্পর্কে, এখন বলব হারভেস্টার ধান কাটার মেশিনের দাম, অর্থাৎ বড় মেশিনটির কথা যে মেশিনটি প্যাক কাদা এমন কি পানির মধ্যেও ধান কাটতে পারে, তো এই ধান কাটার হারভেস্টার মেশিনটি যদি আপনি বাংলাদেশ থেকে কিনতে চান, সে ক্ষেত্রে আপনি চাইলে সম্পূর্ণ টাকা দিয়ে আনতে পারেন এমনকি বাকি রেখেউ আনতে পারেন, তো এই মেশিনটির মূল্য পড়বে ১৩ থেকে ১৪ লাখ টাকার মত।
আপনি যদি এই মেশিনটি কিস্তিতে আনেন তাহলে প্রথমত ৭ লাখ টাকা দিয়ে আনতে পারবেন তারপর বাকি টাকা কিস্তিতে দিতে পারবেন, তো কিস্তিতে দেওয়ার ক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে আপনার থেকে তারা বেশ কিছু টাকা বেশি নিবে কিস্তিতে আনার কারণে, সে ক্ষেত্রে আপনার যদি সমর্থ্য হয় তাহলে সম্পূর্ণ টাকা দিয়েই কিনে ফেলতে পারেন।
হারভেস্টার এই মেশিনটি প্রতি ঘন্টায় তিন বিঘা হইতে ৪ বিঘা জমি পর্যন্ত কাটতে পারে, আর প্রতি ঘন্টায় এই মেশিনটির পিছনে তেল খরচ হবে ১ লিটার, সে ক্ষেত্রে বুঝতে পারছেন আপনার লাভটা কি যে পরিমাণ হবে। তো এই মেশিনটি হচ্ছে বড়য়া আউর অঞ্চলের জন্য যেখানে হাজার হাজার বিঘা জমি রয়েছে, সে ক্ষেত্রে আপনি যদি এই হারভেস্টার মেশিনটির মাধ্যমে ধান কাটেন তাহলে দেখা যাবে আপনি এক সিজনের মধ্যেই ৫-৬ লাখ টাকার মত ইনকাম করতে পারবেন, তো সবকিছু মিলিয়ে যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি কম্বাইন্ড হারভেস্টার এই মেশিনটি চয়েস করতে পারেন।
অন্য পোস্ট সেলো মেশিনের দাম বাংলাদেশ