মাদানী নেসাব কি ও কেন? - মাদানী নেসাবের বৈশিষ্ট্য

 মাদানী নেসাব কি ও কেন? - মাদানী নেসাবের বৈশিষ্ট্য

অনেকেই আমরা শুধু শুনে থাকি যে মাদানী নেসাব নামে একটা কোর্স আছে, যেখানে অল্প সময়ে আলেম হওয়া যায়, কিন্তু আদৌও কি আমরা মাদানী নেসাব সম্পর্কে জানি?

 তো আমি আজকের এই আর্টিকেলে মাদানী নেসাব কি? ও কেন করবেন, মাদানী নেসাবের বৈশিষ্ট্য কি? মাদানী নেসাবে কোন কোন কিতাব পড়ানো হয় ইত্যাদি সম্পর্কে বিস্তারিত লিখবো। আমি আশাবাদী সম্পুর্ণ লেখাটা পড়ার পর মাদানী নেসাব সম্পর্কে আপনার বিভিন্ন প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

মাদানী নেসাব কি ও কেন? - মাদানী নেসাবের বৈশিষ্ট্য  অনেকেই আমরা শুধু শুনে থাকি যে মাদানী নেসাব নামে একটা কোর্স আছে, যেখানে অল্প সময়ে আলেম হওয়া যায়, কিন্তু আদৌও কি আমরা মাদানী নেসাব সম্পর্কে জানি? তো আমি আজকের এই আর্টিকেলে মাদানী নেসাব কি? ও কেন করবেন, মাদানী নেসাবের বৈশিষ্ট্য কি? মাদানী নেসাবে কোন কোন কিতাব পড়ানো হয় ইত্যাদি সম্পর্কে বিস্তারিত লিখবো। আমি আশাবাদী সম্পুর্ণ লেখাটা পড়ার পর মাদানী নেসাব সম্পর্কে আপনার বিভিন্ন প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।   মাদানী নেসাব কি ও কেন?  মাদানী নেসাব কি? মূলত এই বিষয়টি জানার আগে আমাদেরকে জানতে হবে যে, সকল কওমি মাদ্রাসা থেকে সাধারণত যে কোর্সটি করানো হয় সেটা করতে গেলে প্রায় ১৪/১৫ বছর সময় লেগে যায়, এখন হয়তোবা আরো কিছু সময় কম লাগে, কারন বিভিন্ন মাদরাসায় দুই একটা জামাতকে একসাথে করে ফেলা হয়েছে।  মাদানী নেসাব এটা ভিন্ন কোনো সিলেবাস নয়, বরং কওমি মাদ্রাসায় যে সমস্ত কিতাব পড়ানো হয়, মাদানী নেসাবেও ঠিক সেই সমস্ত কিতাবই পড়ানো হয়, এর ব্যতিক্রম কিছু পড়ানো হয় না। মাদানী নেসাবের সিলেবাসে যেই সমস্ত কিতাব রাখা হয়েছে, প্রত্যেকটি কিতাবই সাধারণত কওমি মাদরাসায় পড়ানো হয়। কওমি মাদ্রাসায় আলেম হতে প্রায় ১৩/১৪ বছর সময় লেগে যায়, আর মাদানী নেসাবে ৬/৭ বছর, ধরতে গেলে প্রায় অর্ধেক, কিন্তু যদিও মাদানী নেসাবে আলেম হতে সময় কম লাগে সেই ক্ষেত্রে পড়া কম হয় এটা ভাবার কোনো সুযোগ নেই, বরং সমস্ত কিতাবই পড়ানো হয়। কোন কিতাব কতদিন পড়াতে হবে এটারও সিলেবাস করা আছে, সো কম সময়ের মধ্যে সমস্ত কিতাবাদী অধ্যয়ন করা হয় যে কোর্সের মাধ্যমে, থাকেই মূলত মাদানী নেসাব বলা হয়।   মাদানী নেসাব কেন করবেন?  আমাদের যাদের বয়স একটু বেশি হয়ে গেছে, কিন্তু আলেম হওয়ার ইচ্ছা আছে প্রবল। তারা মূলত যদি কওমি মাদ্রাসায় ভর্তি হয় সেই ক্ষেত্রে ১৩/১৪ পড়াশোনা করা সম্ভব না, কারন বয়স বেশি হয়ে যাবে এই জন্য। সেই সমস্ত লোকেরাই মূলত মাদানী নেসাব পড়বেন। তারা ১৩/১৪ বছরের পড়াশোনা, ৬/৭ বছরেই করতে পারবে, যাদের বয়স একটু বেশি তাদের জন্য অনেক উপকার হবে মাদানী নেসাব কোর্সটি।  প্রথম দিকে অনেক উলামায়ে কেরাম এটার বিরোধীতা করেছেন, কিন্তু বর্তমানে সব দিক থেকে মিলিয়ে দেখলে দেখা যায় অনেক উলামায়ে কেরাম এটাকে সাধুবাদ জানাচ্ছে। মাদানী নেসাব কোর্সের সিলেবাসটা কিন্তু যোগ্য যোগ্য উলামায়ে কেরামের মাধ্যমে এবং খুব বিচক্ষণতার সাথে করা হয়েছে। আর অনেকেই এটাকে সর্ট কোর্স বলে কিন্তু মোটেও এটাকে সর্ট কোর্স বালা ঠিক হবেনা, কেননা এখানে সমস্ত কিতাবাদীই পড়ানো হয় বাট সময়টা একটু কম লাগে। মাদানী নেসাব পড়তে হলে কিন্তু আপনাকে অবশ্যই অনেক মেহনত করতে হবে, কারন বুঝতেই পারতেছেন আপনি ১৪ বছরের পড়াশোনা ৭ বছরে শেষ করবেন, সেই ক্ষেত্রে কিন্তু মেহনতের কোনো বিকল্প নেই।   মাদানী নেসাবের কিতাব সমূহ  অনেকে আবার জানতে চায়, মাদানী নেসাবে কোন জামাতে কোন কিতাব পড়ানো হয়। মূলত কওমি মাদরাসার সমস্ত কিতাবই পড়ানো হয়। তো ছয় বছরের কোর্সে কোন জামাতে কোন কোন কিতাব পড়ানো হয় সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আমার আর্টিকেলটি আশাকরি এমন অনেক মানুষ পড়বে যারা নাকি তেমন ভালো আরবি পরেনা, তাই আমি কিতাবের নামগুলো বাংলায় লিপিবদ্ধ করবো। আর কওমি মাদরাসা বলতেই আরবি, এখানে বাংলা কোনো কিতাব নেই, যে যত বেশি আরবি জানবে সে তত বেশি নাহু সরফ কুরআন হাদিস বুঝবে।   সুতরাং অনেকে কিতাব গুলোর নাম জানতে চায়, মূলত সেই কারণেই কিতাব গুলোর নাম লেখা, তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য না, আর এই সমস্ত কিতাব গুলো বাসায় বসে একা একা অধ্যয়ন করা সম্ভব না, সুতরাং আপনি শিক্ষা অর্জন করার জন্য অবশ্যই ভালো একটি মাদ্রাসায় ভর্তি হন।  তো মাদানী নেসাবে ১ম থেকে সপ্তম বছরের কিতাব গুলোর নাম নিছে উল্লেখ করা হলো :-  প্রথম বর্ষ :-  ★ এসো উর্দু শিখি  ★ আত তামরীনুল কিতাব ★ এসো আরবি শিখি ★ এসো সরফ শিখি ★ কাসাছুন নাবিয়্যিন প্রথম খন্ড  দ্বিতীয় বর্ষ :-  ★ এসো কুরআন শিখি প্রথম খন্ড  ★ ক্বেরাতে রাশেদা প্রথম খন্ড  ★ এসো কুরআন শিখি প্রথম খন্ড  ★ কাসাছুন নাবিয়্যিন দ্বিতীয় খন্ড ★ এসো ফিকাহ শিখি  ★ এসো কুরআন শিখি দ্বিতীয় খন্ড  ★ এসো নাহু শিখি  ★ আল ফিকহুল মুয়াসসার ★ ক্বেরাতে রাশেদা দ্বিতীয় খন্ড   তৃতীয় বর্ষ :-  ★ এসো কুরআন শিখি তৃতীয় খন্ড ★ হেদায়াতুন নাহু ★ এসো বালাগাত শিখি ★ ক্বেরাতে রাশেদা তৃতীয় খন্ড  ★ এসো কুরআন শিখি চতুর্থ খন্ড  ★ কাফিয়া ★ তাইসিরুল মানতেক ★ মুখতাসার প্রথম খন্ড   চতুর্থ বর্ষ :- ★ তরজমায়ে কুরআনুল কারিম ★ উসূলুশ শাশী ★ মেরকাত ★ কাসাছুন নাবিয়্যিন পঞ্চম খন্ড  ★ নূরুল আনওয়ার ★ আল হেদায়া ১ম এবং ২য় খন্ড   পঞ্চম বর্ষ :-  ★ হেদায়া তৃতীয় খন্ড  ★ আল ফাওযুল কাবীর ★ সিরাজী ★ শরহে আক্বিদাতু ত্বহাবী  ষষ্ঠ বর্ষ :-  ★ হেদায়া চতুর্থ খন্ড  ★ তাফসীরে বায়জাবী ★ শরহে আক্বিদাতুন নাফসিয়্যাহ ★ শরহে নুখবাতুল ফিকার ★ মিশকাতুল মাসাবীহ ১ম এবং ২য় খন্ড  সপ্তম বর্ষ :-  ★ বুখারী প্রথম ও দ্বিতীয় খন্ড  ★ মুসলিম শরীপ প্রতম ও দ্বিতীয় খন্ড  ★ তিরমিজি প্রথন ও দ্বিতীয়  ★ আবু দাউদ শরীফ প্রথম ও দ্বিতীয় খন্ড  ★ সুনানে ইবনে মাজাহ ★ সুনানে নাসাঈ শরীফ ১ম খন্ড ও দ্বিতীয় খন্ড  কোনো কোনো মাদরাসায় কিতাবগুলো পড়ানোর ক্ষেত্রে সামনপ পিছনে হতে পারে, কিন্তু কিতাব ঠিকই পড়াবে। তে আমি যতটুকু জানি সেই হিসাবে আপনাদেরকেও জানানোর চেষ্টা করেছি, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আশাবাদী ক্ষমার দৃষ্টিতে দেখবেন।   মাদানী নেসাবের বৈশিষ্ট্য   মাদানী নেসাবের বৈশিষ্ট্য মূলত এটাই, যে আপনি অল্প সময়ে দ্বীনি বুঝ নিতে পারবেন এবং হক্কানি আলেম হতে পারবেন। তাছাড়া আরও শিক্ষা অর্জনের ক্ষেত্রে আউট কিতাবের কোনো বিকল্প নেই।


মাদানী নেসাব কি ও কেন?

মাদানী নেসাব কি? মূলত এই বিষয়টি জানার আগে আমাদেরকে জানতে হবে যে, সকল কওমি মাদ্রাসা থেকে সাধারণত যে কোর্সটি করানো হয় সেটা করতে গেলে প্রায় ১৪/১৫ বছর সময় লেগে যায়, এখন হয়তোবা আরো কিছু সময় কম লাগে, কারন বিভিন্ন মাদরাসায় দুই একটা জামাতকে একসাথে করে ফেলা হয়েছে।

মাদানী নেসাব এটা ভিন্ন কোনো সিলেবাস নয়, বরং কওমি মাদ্রাসায় যে সমস্ত কিতাব পড়ানো হয়, মাদানী নেসাবেও ঠিক সেই সমস্ত কিতাবই পড়ানো হয়, এর ব্যতিক্রম কিছু পড়ানো হয় না। মাদানী নেসাবের সিলেবাসে যেই সমস্ত কিতাব রাখা হয়েছে, প্রত্যেকটি কিতাবই সাধারণত কওমি মাদরাসায় পড়ানো হয়।

 কওমি মাদ্রাসায় আলেম হতে প্রায় ১৩/১৪ বছর সময় লেগে যায়, আর মাদানী নেসাবে ৬/৭ বছর, ধরতে গেলে প্রায় অর্ধেক, কিন্তু যদিও মাদানী নেসাবে আলেম হতে সময় কম লাগে সেই ক্ষেত্রে পড়া কম হয় এটা ভাবার কোনো সুযোগ নেই, বরং সমস্ত কিতাবই পড়ানো হয়।

 কোন কিতাব কতদিন পড়াতে হবে এটারও সিলেবাস করা আছে, সো কম সময়ের মধ্যে সমস্ত কিতাবাদী অধ্যয়ন করা হয় যে কোর্সের মাধ্যমে, থাকেই মূলত মাদানী নেসাব বলা হয়।


মাদানী নেসাব কেন করবেন?

আমাদের যাদের বয়স একটু বেশি হয়ে গেছে, কিন্তু আলেম হওয়ার ইচ্ছা আছে প্রবল। তারা মূলত যদি কওমি মাদ্রাসায় ভর্তি হয় সেই ক্ষেত্রে ১৩/১৪ পড়াশোনা করা সম্ভব না, কারন বয়স বেশি হয়ে যাবে এই জন্য।

 সেই সমস্ত লোকেরাই মূলত মাদানী নেসাব পড়বেন। তারা ১৩/১৪ বছরের পড়াশোনা, ৬/৭ বছরেই করতে পারবে, যাদের বয়স একটু বেশি তাদের জন্য অনেক উপকার হবে মাদানী নেসাব কোর্সটি।

প্রথম দিকে অনেক উলামায়ে কেরাম এটার বিরোধীতা করেছেন, কিন্তু বর্তমানে সব দিক থেকে মিলিয়ে দেখলে দেখা যায় অনেক উলামায়ে কেরাম এটাকে সাধুবাদ জানাচ্ছে। মাদানী নেসাব কোর্সের সিলেবাসটা কিন্তু যোগ্য যোগ্য উলামায়ে কেরামের মাধ্যমে এবং খুব বিচক্ষণতার সাথে করা হয়েছে। 

আর অনেকেই এটাকে সর্ট কোর্স বলে কিন্তু মোটেও এটাকে সর্ট কোর্স বালা ঠিক হবেনা, কেননা এখানে সমস্ত কিতাবাদীই পড়ানো হয় বাট সময়টা একটু কম লাগে। মাদানী নেসাব পড়তে হলে কিন্তু আপনাকে অবশ্যই অনেক মেহনত করতে হবে, কারন বুঝতেই পারতেছেন আপনি ১৪ বছরের পড়াশোনা ৭ বছরে শেষ করবেন, সেই ক্ষেত্রে কিন্তু মেহনতের কোনো বিকল্প নেই।


মাদানী নেসাবের কিতাব সমূহ

অনেকে আবার জানতে চায়, মাদানী নেসাবে কোন জামাতে কোন কিতাব পড়ানো হয়। মূলত কওমি মাদরাসার সমস্ত কিতাবই পড়ানো হয়। তো ছয় বছরের কোর্সে কোন জামাতে কোন কোন কিতাব পড়ানো হয় সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো।

 আমার আর্টিকেলটি আশাকরি এমন অনেক মানুষ পড়বে যারা নাকি তেমন ভালো আরবি পরেনা, তাই আমি কিতাবের নামগুলো বাংলায় লিপিবদ্ধ করবো। আর কওমি মাদরাসা বলতেই আরবি, এখানে বাংলা কোনো কিতাব নেই, যে যত বেশি আরবি জানবে সে তত বেশি নাহু সরফ কুরআন হাদিস বুঝবে। 

সুতরাং অনেকে কিতাব গুলোর নাম জানতে চায়, মূলত সেই কারণেই কিতাব গুলোর নাম লেখা, তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য না, আর এই সমস্ত কিতাব গুলো বাসায় বসে একা একা অধ্যয়ন করা সম্ভব না, সুতরাং আপনি শিক্ষা অর্জন করার জন্য অবশ্যই ভালো একটি মাদ্রাসায় ভর্তি হন।

তো মাদানী নেসাবে ১ম থেকে সপ্তম বছরের কিতাব গুলোর নাম নিছে উল্লেখ করা হলো :-


প্রথম বর্ষ :-


★ এসো উর্দু শিখি 

★ আত তামরীনুল কিতাব

★ এসো আরবি শিখি

★ এসো সরফ শিখি

★ কাসাছুন নাবিয়্যিন প্রথম খন্ড


দ্বিতীয় বর্ষ :-


★ এসো কুরআন শিখি প্রথম খন্ড 

★ ক্বেরাতে রাশেদা প্রথম খন্ড 

★ এসো কুরআন শিখি প্রথম খন্ড 

★ কাসাছুন নাবিয়্যিন দ্বিতীয় খন্ড

★ এসো ফিকাহ শিখি 

★ এসো কুরআন শিখি দ্বিতীয় খন্ড 

★ এসো নাহু শিখি 

★ আল ফিকহুল মুয়াসসার

★ ক্বেরাতে রাশেদা দ্বিতীয় খন্ড 


তৃতীয় বর্ষ :-


★ এসো কুরআন শিখি তৃতীয় খন্ড

★ হেদায়াতুন নাহু

★ এসো বালাগাত শিখি

★ ক্বেরাতে রাশেদা তৃতীয় খন্ড 

★ এসো কুরআন শিখি চতুর্থ খন্ড 

★ কাফিয়া

★ তাইসিরুল মানতেক

★ মুখতাসার প্রথম খন্ড 


চতুর্থ বর্ষ :-


★ তরজমায়ে কুরআনুল কারিম

★ উসূলুশ শাশী

★ মেরকাত

★ কাসাছুন নাবিয়্যিন পঞ্চম খন্ড 

★ নূরুল আনওয়ার

★ আল হেদায়া ১ম এবং ২য় খন্ড 


পঞ্চম বর্ষ :-


★ হেদায়া তৃতীয় খন্ড 

★ আল ফাওযুল কাবীর

★ সিরাজী

★ শরহে আক্বিদাতু ত্বহাবী


ষষ্ঠ বর্ষ :-


★ হেদায়া চতুর্থ খন্ড 

★ তাফসীরে বায়জাবী

★ শরহে আক্বিদাতুন নাফসিয়্যাহ

★ শরহে নুখবাতুল ফিকার

★ মিশকাতুল মাসাবীহ ১ম এবং ২য় খন্ড


সপ্তম বর্ষ :-


★ বুখারী প্রথম ও দ্বিতীয় খন্ড 

★ মুসলিম শরীপ প্রতম ও দ্বিতীয় খন্ড 

★ তিরমিজি প্রথন ও দ্বিতীয় 

★ আবু দাউদ শরীফ প্রথম ও দ্বিতীয় খন্ড 

★ সুনানে ইবনে মাজাহ

★ সুনানে নাসাঈ শরীফ ১ম খন্ড ও দ্বিতীয় খন্ড


কোনো কোনো মাদরাসায় কিতাবগুলো পড়ানোর ক্ষেত্রে সামনপ পিছনে হতে পারে, কিন্তু কিতাব ঠিকই পড়াবে। তে আমি যতটুকু জানি সেই হিসাবে আপনাদেরকেও জানানোর চেষ্টা করেছি, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আশাবাদী ক্ষমার দৃষ্টিতে দেখবেন।


মাদানী নেসাবের বৈশিষ্ট্য 

মাদানী নেসাবের বৈশিষ্ট্য মূলত এটাই, যে আপনি অল্প সময়ে দ্বীনি বুঝ নিতে পারবেন এবং হক্কানি আলেম হতে পারবেন। তাছাড়া আরও শিক্ষা অর্জনের ক্ষেত্রে আউট কিতাবের কোনো বিকল্প নেই।

Previous Post Next Post

نموذج الاتصال